Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে ১৩ বাড়ি লকডাউন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৮:১৫ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হওয়ায় পৃথক ৪ গ্রামের ১৩ বাড়ি লকডাউন করেছে প্রশাসন। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার ওই বাড়ি গুলো লকডাউন করেন। ১ মে শুক্রবার সকালে এ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন নার্সসহ ৯ জনের করোনা শনাক্ত হয় বলে জানা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, করোনা আক্রান্ত ও স্বজনদের ১৩ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এরমধ্যে লতব্দী গ্রামের ৪ বাড়ি, ভাটিমভোগ গ্রামের ৫ টি বাড়ি, রশুনিয়া ১ বাড়ি ও ইছাপুরা গ্রামের ৩ বাড়ি লকডাউন করা হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের যাদের করোনা পরিক্ষায় নেগেটিভ আসছে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ চালাবে। আরো জানান, এ উপজেলায় মোট ২৩ জন করোনা আক্রান্ত হয়েছে এর মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ