Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে ফাহমী গোলন্দাজ বাবেল এমপির এাণ বিতরণ

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৬:২১ পিএম

ময়মনসিংহ-১০ আসন (গফরগাঁও) থেকে নির্বাচিত সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি করোনাভাইরাস পরিস্থিতিতে উপজেলার ১৫টি ইউনিয়ন ও গফরগাঁও পৌরসভায় গৃহবন্দী অসহায় , কর্মহীন, শ্রমজীবী ৩০হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন আজ শ্রক্রবার গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজার ও পাইথল ইউনিয়নে । আজ থেকে শুরু হয়েছে গফরগাঁও পৌরসভা ও উপজেলার ১৫ইউনিয়নে ধারাবাহিক ভাবে ৩০হাজার পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করবেন । ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন ঃ ময়মনসিংহ জেলার মধ্যে বৃহত্তর গফরগাঁও উপজেলায় বিশাল এলাকা । সর্বনাশা করোনা ভাইরাসের ছোবলের ফলে শত শত অসহায় ,হতদরিদ্র ও গৃহহীনরা কষ্টে জীবন যাপন করছে । অটোচালক ,রিক্সাওয়ালা ,হোটেল কর্মচারী,দিনমজুরসহ নানান পেশার হতদ্ররিদ্র লোকজন আজ বেকার হয়ে পড়েছে । তাদের কষ্ট কথা চিন্তা করে আমার আজ এই উদ্যোগ ৩০হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া । ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন (বাদল) ,গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব-উর-রহমান প্রমুখ । চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাছুদুজ্জামান বলেন ঃ পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল এমপির নির্দেশে সুষ্ঠ ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে । কোন ধরনের অনিয়ম নেই ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্য সামগ্রী বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ