Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ময়মনসিংহে ছয় চাঁদাবাজ আটক

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৫:৩৮ পিএম

ময়মনসিংহে পরিবহনে চাঁদাবাজি করা চক্রের ছয় সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আটকরা হলেন আব্দুল মান্নান (২২), মো. বাবু (২৯), শফিকুল ইসলাম রাজা (২৪), নাহিদ মিয়া (১৮), মানিক মিয়া (৩৫) ও ইউনুস আলী (৫৫)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নগরের দিঘারকান্দা বাইপাস মোড় হতে চাঁদা আদায় করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
শুক্রবার (১ মে) ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল হোসেন জানান, লকডাউন উপেক্ষা করে গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন শ্রমজীবীরা যখন পায়ে হেঁটে ঢাকা যাওয়ার চেষ্টা করছেন, তখন এক শ্রেণির সুবিধাবাদীরা এই সুযোগে গার্মেন্টস কর্মীদের ঢাকা পাঠানোর নাম করে পুলিশের নামে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিবহন থেকে চাঁদা আদায় করছে।
বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে তিনি জেলা গোয়েন্দা শাখাকে ওই চাঁদাবাজদের গ্রেফতারের নির্দেশ দেন। পরে এসআই দেবাশীষ সাহার নেতৃত্বে একটি টিম ছদ্মবেশে দিঘারকান্দা বাইপাস মোড় থেকে চাঁদা আদায় করার সময় হাতেনাতে ছয় চাঁদাবাজকে আটক করে।
আটকরা বিভিন্ন গাড়িতে যাত্রী উঠিয়ে দেবে বলে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান ডিবির ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ