Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পায়রা বন্দর সড়কে শ্রমিকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৪:২৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মানাধীন সিক্স লেন মহাসড়কের পাইলিংয়ের পাইপের সাথে ধাক্কা লেগে মানিক মিয়া (২৬) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০ টার দিকে প্রকল্পের টিয়াখালীর শরীফ বাড়ি এলাকায় বোরিং কাজ চলার সময় পাইপ ছিড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বাড়ী ময়মনসিংেেহর তারাকান্দা থানার রাজতারিকা গ্রামে। তার পিতার নাম মো.তারা মিয়া। দীর্ঘদিন ধরে মানিক পায়রা বন্দরের ওই সড়কের কাজ করে আসছিল।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ