Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে বিভিন্ন স্থান থেকে ধান কাটা দিনমজুর আসছে

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৪:২৩ পিএম

টাঙ্গাইলের সখিপুর উপজেলার বিভিন্ন স্থানে ধান কাটা শ্রমিকদের আগমন লক্ষ করা যাচ্ছে। তারা করোনা ভাইরাসের ঝুকি নিয়েই সারা দেশের বিভিন্ন স্থান থেকে সখীপুর উপজেলায় আগমন করছে। তবে, প্রশাসনের দাবি সখিপুর উপজেলার সকল বর্ডার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সখিপুর উপজেলার কয়েকজন কৃষকের সাথে আলোচনা করে জানা যায়, তাদের ক্ষেতের বেশির ভাগ ধান পেকে গেছে। তাই তারা করোনা ঝুকি নিয়েই কামলা (ধানকাটা শ্রমিক) নিচ্ছে।

বড়চওনা বাজারে গিয়ে দেখা যায়, কয়েকশত কামলা(দিন মজুর) যারা বাজারে অবস্থান করছে তাদের কোন নিরাপত্তা সরঞ্জাম নেই, এমনকি অনেকে মাস্কও পরেন নি। তারা কিভাবে এসেছে জানতে চাইলে তারা জানান, বর্ডারগুলো তারা পায়ে হেটে এসে আবার তারা গাড়ি বদল করে এসেছে। তারা আরো জানান, কাজ না করলে তারা কিভাবে সংসার চালাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ