বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলায় চলমান করোনা দূর্যোগ মুহুর্তে ত্রাণ ও সহায়তা বঞ্চিত মাহেন্দ্রা ও আটো রিক্সা চালক ও শ্রমিকরা ত্রাণের দাবীতে মানববন্ধন করেছে। আজ ১ লা মে শ্রমিক দিবস শুক্রবার বেলা ১২টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোলা মোস্তফা কামাল বাসটার্মিনাল এলাকায় শ্রমিকদের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভোলার কয়েকশত মাহেন্দ্রা ও অটোরিক্সা চালক ও শ্রমিকরা অংশ নেয়। এসময় তারা আভিযোগ করে বলেন, সরকারি নিষেধাজ্ঞার কারনে তারা পূর্বের ন্যায় তাতে গাড়ি চালাতে না পারায় আয়-রোজগার করতে পারে না। পরিবারবার পরিজন নিয়ে অনেক সমস্যায় দিনাতিপাত করছেন। রমজান মাসে তাদের অনেক সমস্যা হচ্ছে।তারা বিভিন্নভাবে শুনছেন সরকারীভাবে অনেক সাহায্য সহযোগীতার কথা। কিন্তু তারা এ পর্যন্ত কোন সরকারি ও বেসরকারী ভাবে কোন প্রকার সহায়তা পায়নি। তাই এই লকডাউন চলাকালীন সময়ে তারা স্থানীয় প্রশাসন ও জন প্রতিনিধিদের সার্বিক সহায়তা দাবী করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।