Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নেতাকর্মীদের মাঝে তারেক রহমানের উপহার প্রদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০২০, ৩:১৯ পিএম | আপডেট : ৩:২৫ পিএম, ১ মে, ২০২০

বর্তমান সরকারের আমলে নিহত ও অস্বচ্ছল নেতাকর্মীর পরিবারের মাঝে ঈদের উপহার তুলে দিচ্ছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের উপহার প্রদান কর্মসূচির উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরবর্তীতে সময়ে সারাদেশে দলের নেতাকর্মীরা তারেক রহমানের উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে।

বৃহস্পতিবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন নেতাকর্মীদের পরিবারের সদস্যদের কাছে এ উপহার পাঠানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, পৌর যুগ্ম আহবায়ক মোহাম্মদ জিন্নাহ, আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর যুগ্ম আহবায়ক জবেদ আলী, উপজেলা তাঁতীদলের আহবায়ক আজিজুল ইসরাম বাটুল, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি তোফাজ্জেল হোসেন তপনসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্য সামগ্রী বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ