বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা সর্তকতায় লকডাউন ঘোষণা মহাসড়কে অকার্যকর হয়ে উঠছে। হাইওয়ে পুলিশ কর্তব্যরত থাকার পরও লকডাউনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গতকাল সকালে ঔষধ বহনের কাভার্ড ভ্যানে করে নারী, পুরুষ শিশু চলে এসেছে সিলেটে। এরা সকলেই করোনার ‘হটস্পট’ খ্যাত নারায়ণগঞ্জের গার্মেন্টসে কর্মরত ছিল।
তবে দায়িত্বরত পুলিশ মহাসড়কে কাভার্ড ভ্যানকে রহস্যজনকভাবে ছেড়ে দিলেও শেষ গন্তব্য সিলেটের বিশ^নাথের রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গাছতলা এলাকার স্থানীয় জনতার সচেতনতায় কাভার্ড ভ্যানটি পাকড়াও করতে সমর্থ হয় স্থানীয় পুলিশ। এসআই দেবাশীষ সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছে খালি কাভার্ড ভ্যানটি উদ্ধার করলেও চালক পালিয়ে গেছে।
কাভার্ড ভ্যানের হেলপার সাংবাদিকদের জানায়, তারা হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শেরপুর, দক্ষিণ সুরমা এলাকায় লোকজন নামিয়ে তারপর বিশ্বনাথে এসে পৌঁছে। তাদের কাভার্ড ভ্যানটি লোকে ভর্তি ছিল। রাস্তায় পুলিশকে তার ওস্তাদ (চালক) ম্যানেজ করেই এখান পর্যন্ত এসেছে। পরবর্তীতে পুলিশ কাভার্ড ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসলেও হেলপারও কৌশলে সটকে পড়ে বলে জানান এসআই।
বিশ্বনাথ পুরানগাঁও গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অধিবাসী জানান, আগত ১৫ জনই তাদের গ্রামের। এদের মতো আরো ৮ জন গত ১৪ দিনে গ্রামে এসেছে। লকডাউন এড়িয়ে গাড়িটি বিশ্বনাথ পর্যন্ত পৌঁছার ঘটনায় সচেতন মানুষ হতবাক। একই সাথে আগত লোকজনের মাধ্যমে করোনা ঝুঁকির আতঙ্ক দেখা দিয়েছে।
বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, নারায়ণগঞ্জ থেকে আসা ১৩ জনকে উদ্ধার করে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে হোম কোয়ারেন্টিন নিশ্চিত সাপেক্ষে। পুলিশের পক্ষ থেকে দেয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও। কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। চালক এখনও পলাতক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।