Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটিতে প্রতিদিন সঞ্চয়পত্র কেনা ও মুনাফা উত্তোলন করা যাবে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ৮:২৫ পিএম

সাধারণ ছুটি চলাকালে প্রতিদিন সঞ্চয়পত্র কেনা যাবে। পাশাপাশি মুনাফা উত্তোলন ও পুনঃবিনিয়োগও করতে পারবেন গ্রাহকরা। বৃহষ্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ঘোষিত সাধারণ ছুটি শুরুর পর থেকেই নতুন করে কেউ আর সঞ্চয়পত্র কিনতে পারছিলেন না। পরে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহস্পতিবার লেনদেন করার সুযোগ পান গ্রাহকরা। তবে বেশ কিছুদিন সঞ্চয়পত্রের কার্যক্রম বন্ধ থাকায় অনেক গ্রাহক মুনাফার টাকা উত্তোলন করতে পারেননি। একই সঙ্গে নতুন করে সঞ্চয়পত্র কেনা ও পুনঃবিনিয়োগেরও সুযোগ হয়নি। তাই গ্রাহকের কথা চিন্তা করে ছুটির মধ্যে সঞ্চয়পত্রের কার্যক্রম প্রতিদিন করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, করোনার বিস্তার রোধে সাধারণ ছুটিতে বিভিন্ন ব্যাংকিং লেনদেন/কার্যক্রমের পাশাপাশি ব্যাংকের সংশ্লিষ্ট গ্রাহকের বিভিন্ন জাতীয় সঞ্চয় সার্টিফিকেট মেয়াদপূর্তিতে নগদায়ন এবং কুপনের অর্থ পরিশোধের কার্যক্রম চালু রয়েছে। এখন থেকে সঞ্চয়পত্রের যাবতীয় লেনদেন কার্যক্রম (বিক্রয়, নগদায়ন ও পুনর্ভরণসহ) চালু থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ ব্যাংক

২৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ