প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলমান করোনাভাইরাস সর্বমারিতে ত্রাণ ও সহায়তা কার্যক্রমের প্রতি সংহতি জানাতে হলিউডের দুই অভিনেতা রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যান তাদের কপট বিবাদে বিরতি দেবেন বলে জানিয়েছেন এক মজাদার ভিডিওর মাধ্যমে। ‘এক্স-মেন’ সিরিজ শুরু হওয়া থেকেই তাদের এই নকল বিবাদের সূত্রপাত, এর মধ্যে তারা সোশাল মিডিয়াতে কটাক্ষ করার সুযোগ ছাড়েননি কখনও। পক্ষান্তে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব সর্বজনবিদিত। তাদের এই ভিডিও ‘এক্স-মেন :অরিজিন্স উলভেরিন’ এবং তাদের স্ত্রীরা যে তাদের বরদাস্ত করে তার অনুপ্রেরণায় ধারণ করা হয়েছে বলে জানান হয়েছে। দুই তারকা জানিয়েছেন যারা আজ করোনা চ্যালেঞ্জের মুখে আছেন তাদের সমর্থনে তারা এই ‘যুদ্ধবিরতি’ শুরু করবেন। তাদের এই প্রয়াসে দান অ্যামেরিকা’জ ফান্ডে জমা পড়বে আর দাতাদের বাড়িতে জ্যাকম্যান আর রেনল্ডস গিয়ে ২ ঘণ্টার জন্য তাদের সন্তানদের লেমোনেড স্ট্যান্ড থেকে তারা পানীয় বিক্রি করতে সাহায্য করবেন। এই ভিডিওতে ‘ডেডপুল’ তারকা রেনল্ডস কিছু হাস্যকর কথা বলার পর বলেন : “শুধু একদিন আর একদিনের জন্য আমরা একমত হবার মতৈক্যে পৌঁছেছি। আর এই মহামারীই তা সম্ভব করেছে।” “আমরা শুধু একদিনের জন্য বিবাদ থামাতে রাজি হয়েছি আর এদিন আমরা অন্য রকম পানীয় বিক্রি করতে সাহায্য করব। লেমনেড, আপনাদের সন্তানের লেমোনেড স্ট্যান্ড থেকে।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।