Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মস্থলে ফিরতে ভোলা ইলিশা ফেরীঘাটে শ্রমিকদের উপচে পরা ভিড়

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ৩:১৫ পিএম

কর্মস্থলে ফিরতে ভোলা ইলিশা ঘাটে শতশত শ্রমিকদের উপচে পড়া ভিড়। পুলিশ কোস্টগার্ডের বাঁধার মুখে পড়ে ফিরতে পারছেনা কর্মস্থলে। ঘাটে শ্রমিকদের আহাজারি।গার্মেন্টসসহ কলকারখানা সীমিত পরিসরে চালুর ঘোষণায় ভোলা-লক্ষীপুর ফেরি টাটে যাত্রীদের প্রতিদিন ভিড় বাড়ছে। ২৭ এপ্রিল থেকেই এভাবে যাত্রীদের ভীর লক্ষ্য করা যাচ্ছে। অাজো ফেরিতে করে লক্ষীপুর হয়ে ঢাকা-চট্রগ্রাম যাওয়ার জন্য কয়েক শত যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।কিন্তু পুলিশ, কোস্টগার্ড ও প্রশাসনের বাধার কারনে তারা যেতে না পেরে অসহায় হয়ে পরছে। যাদের অধিকাংশ ঢাকা,চট্রগামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। তবে অনেকেই ঘাটে এলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোলা ছাড়তে চেষ্টা করে যেতে না পারায় নানা রকম দুভোর্গে পরছে বলে জানা যায়। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপারের জন্য ৩ টি ফেরি সীমিত আকারে চলাচল করে। এই ফেরিতে করে যাত্রীরা পার হওয়ায় চেষ্টা করলে পুলিশ ও কোস্টগার্ড তাদের বাধাঁ প্রদান করে যাত্রীদের আটকে দিয়ে বাড়ী পাঠিয়ে দিচ্ছে। উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের যাত্রীরা রাজধানী ঢাকার সাথে যাতায়াতের জন্য এই ভোলা- লক্ষীপুর ফেরিঘাট নৌ-রুটটি ব্যবহার করেন যাত্রীরা।শ্রমিকরা জানান তারা যথা সময়ে কর্মস্থলে না যেতে পারলে তাদের চাকরী থাকবে না।তারা অসহায় হয়ে পরবে।যার জন্যই তারা যে কোন উপায়ে যার যার কর্মস্থলে যাওয়ার চেস্টা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ