Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহর থেকে ধান কাটতে যাচ্ছে সাড়ে ৩ হাজার শ্রমিক

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ১১:২০ এএম

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে ৩ হাজার কৃষি শ্রমিক দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটতে যাচ্ছে। করোনাভাইরাস সংক্রমণে দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটা শ্রমিকের সংকট মোকাবেলায় চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে ৩ হাজার কৃষি শ্রমিক দেশের বিভিন্ন অঞ্চলে ধান কাটতে যাচ্ছে। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এএ মাসুম বিল্লাহ জানান দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ৩ হাজার ২শ ৮৪ জন শ্রমিক ধান কাটার জন্য চলে গেছেন। শ্রমিকরা সিরাজগঞ্জ, রাজশাহী, সেত্রকোণা, নওগাঁ, নাটোর, সুনামগঞ্জ, যশোর, টাঙ্গাইলের বিভিন্ন স্থানে গেছেন। আগামী সপ্তাহে আরো কৃষি শ্রমিক ধান কাটতে যাবেন বলেও তিনি জানান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি শ্রমিকরা যাতে নিরাপদে গন্তব্যস্থানে পৌছঁতে পারে তার সব ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকদের নাগরিক সনদ, স্বাস্থ্য সনদ, শ্রমিক সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি দেয়া হয়েছে এবং তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর অফিসে সংরক্ষণ করা হয়েছে।



 

Show all comments
  • আবদুর রাফি ৩০ এপ্রিল, ২০২০, ১২:০২ পিএম says : 0
    আওয়ামিলীগের ডিজিটাল বাংলাদেশে কৃষিতে প্রযুক্তির ব্যবহার কত সাল থেকে শুরো হবে। প্রতিটি ইউনিয়নের ধানের চাষ অনুযায়ী ধান কাটার মেশিন বরাদ্দ দিলে কত ক্ষতি হবে সরকারের
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ