Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সামাজিক সংক্রমণ বাড়ছে করোনাভাইরাস

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

চট্টগ্রামে করোনার সামাজিক সংক্রমণ বাড়ছে। জনমনে বাড়ছে উদ্বেগ শঙ্কা। তবে স্বাস্থ্য বিভাগ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বললেও তাতে গুরুত্ব দিচ্ছে না অনেকে। রাস্তায় হাটেবাজারে জনসমাগম বেড়েই চলেছে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ইনকিলাবকে বলেন, চট্টগ্রামে সীমিত সামাজিক সংক্রমণ আগেই শুরু হয়। তবে মাঝখানে কিছুটা কমে এখন বাড়তে শুরু করেছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলার পরামর্শ দেন তিনি।

এদিকে দ্রুত সংক্রমণ চিহ্নিত করতে বেশি করে টেস্টের কথা বলা হলেও এ হার আরও কমে গেছে। দুটি ল্যাবে একশ থেকে ১২০টি করে নমুনা পরীক্ষা হচ্ছে। চমেক হাসপাতালে একটি ল্যাব চালুর কাজও ধীরে চলছে।

কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মোহাম্মদ শামীম হাসান বলেন, কাজ আগামী সপ্তাহে শেষ হবে। এরপর টেস্ট শুরু করা যাবে।
এ পর্যন্ত মহানগরী ও জেলায় ৬৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ছয়জন। আর সুস্থ হয়েছেন ১৩ জন। বাকিরা হাসপাতালে, তাদের অবস্থা ভালোর দিকে বলে জানান সিভিল সার্জন। মঙ্গলবার নতুন করে এক পুলিশসহ তিনজনের নমুনায় সংক্রমণ পাওয়া যায়। আক্রান্ত পুলিশের সংখ্যা দশে দাঁড়ালো। নগরী পতেঙ্গায় এক র‌্যাব সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ