বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দলীয় পরিচয়ে নয় যারা দরিদ্র তারাই রেশন কার্ড পাবেন। দলমত নির্বিশেষে নিম্ন ও মধ্যবিত্তদের ওএমএস কার্ডে অন্তর্ভুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মাথায় রেখেই এ কাজ করতে হবে।
বুধবার ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ওএমএস কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।
মেয়র বলেন, সরকার কয়েক বছর ধরে পঞ্চাশ লাখ পরিবারের মধ্যে মাসে ৩০ কেজি করে ১০ টাকা দরে চাল দিচ্ছে।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন পঞ্চাশ লাখ রেশন কার্ড করা হবে। তাতে প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন তাদেরই অন্তর্ভুক্ত করতে হবে।
কার্ড বিতরণকালে প্যানেল মেয়র ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।