Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে বৈরী আবহাওয়া সাগর উত্তাল

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ৭:৫২ পিএম

দক্ষিণাঞ্চল জুড়ে আজ বুধবার দুপুর থেকে আবহাওয়ায় দুর্যোগপূর্ণ হয়ে উঠেছে। দক্ষিণ-পূর্বের দমকা হওয়ায় সাগর কিছুটা উত্তাল। বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেতের আওতায় রাখা হয়েছে। তবে পায়রা বন্দরে কোন বিপদসংকেত নেই। আজ বুধবার সকাল ৬টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় বরিশালে ১৬ মিলিমিটার ও পটুয়াখালীতে প্রায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে বরিশালে বৃষ্টিপাত প্রায় পৌনে ২শ’ মিলিমিটারে পৌছল। বৈশাখের অতিবর্ষণে বেশ কিছু রবি ফসল ক্ষতির মুখে পড়েছে। উঠতি বোরা ধান নিয়েও কৃষকের দুঃশ্চিন্তা বাড়ছে। দক্ষিণাঞ্চলে ধান কাটতে আরো দিন দশেক বাকি। তবে এ বৃষ্টি আউশ বীজতলা তৈরির জন্য অনুকুল পরিবেশ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন কৃষিবিদগণ।
আবহাওয়া বিভাগের মতে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। বরিশালসহ দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়া এবং বিজলী চমকানোসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকার কথাও বলা হয়েছে।
গত সপ্তাহধিককাল ধরেই দক্ষিণাঞ্চলে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি চলছে। গত কয়েক দিনের মতো গতকাল মঙ্গলবার পুরো বিকেল জুড়েই প্রবল বর্ষণে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকায়ই লকডাউন
আজ রোদ ছড়িয়ে দিনের সূচনা হলেও দুপুর থেকেই কালো মেঘে দিগন্ত ঢেকে যায়। তবে মাঝে মধ্যে হালকা গুড়িবৃষ্টি হলেও সন্ধ্যা পর্যন্ত ভারি বর্ষণ ছিল না। কিন্তু দুপুর থেকে ৩৫-৪৫ কিলোমিটার বেগে মাঝারি দমকা হাওয়ায় উপকূল অশান্ত হয়ে ওঠে। কুয়াকাটা সাগর সৈকতে ৫-৬ ফুট উচ্চতায় ঢেউ আছড়ে পড়ছে। সাগরের গর্জনও শোনা যাচ্ছে বেশ দূর থেকেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ