Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের, আসামি ৩৭ জন

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ২:৫০ পিএম

ঈশ্বরদীতে কর্তব্যরত অবস্থায় পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রাতে এএসআই খায়রুল বাদী হয়ে ৩৭ জন আসামির বিরুদ্ধে পেনাল কোড ১৪৩/৩৩২/৩৫৩/২৭০/২২৪ ধারায় মামলটি দায়ের করা হয়। মামলার আসামিরা হলো কসমেটিক ব্যাবসায়ী ছলিমপুর ইউনিয়নের মানিকনগর মধ্যপাড়ার আতিয়ার রহমানের ছেলে আলাউল হক শান্ত (৪০) জুতা ব্যাবসায়ী সাহাপুর ইউনিয়নের সাহাপাড়ার আবদুল মান্নানের ছেলে জুয়েল রানা (৩০) ও অজ্ঞাত নামা ৩৫ জন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় ঈশ্বরদীর নতুন হাটমোড় বাজারে কর্তব্যরত অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খুলে ব্যাবসা পরিচালনা করায় বাধা দিলে উল্লেখিত আসামিরা পুলিশের ওপর হামলা করলে রহুলসহ ৩ জন পুলিশ আহত ও শারীরিকভাবে লাঞ্ছিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ