Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা)উপজেলা সংবাদদাতা : বুড়িগঙ্গা নদীর পৃথক স্থান থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক তরুণ ও এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর ১টার দিকে বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীর চর সাইনবোর্ড ঘাট এলাকা থেকে তরুণীর (১৮) লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
পরে দুপুর ২টার দিকে পোস্তগোলা সেনানিবাসের সামনে বুড়িগঙ্গা নদীর কচুরিপানার ভিতর থেকে ওই তরুণের (১৬) লাশ উদ্ধার করে হাসনাবাদ নৌ ফাঁড়ি পুলিশ।
লাশ দুটি সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস মিয়া জানান, তরুণীকে ৮/১০ দিন আগে শ্বাসরোধে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।
হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শামসুদ্দিন জানান, তরুণের লাশ কয়েকদিন আগের। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ