Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে আ.লীগ নেতাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : রংপুরের পীরগাছা উপজেলার ৫নং ছাওলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান শাহ্ মো: আব্দুল হাকিমকে কে বা কারা কাফনের কাপড় পাঠিয়ে দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এব্যাপারে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
এব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম আজ বুধবার দুপুরে বলেন, বিষয়টি আমরা খুবই গুরুত্বের সাথে নিয়ে যাচাই-বাচাই করছি। আমরা চাচ্ছি যাতে করে কোনো নিরীহ মানুষ যেন হয়রানীর শিকার না হয়। তিনি এজন্য স্থানীয় সচেতন মহলের কাছে অনুরোধ করেছেন সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।
এব্যাপারে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, এটা খুবই দুঃখজনক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, আমরা চাচ্ছি প্রকৃতপক্ষে যারা অপরাধী শুধু তারাদেরকেই গ্রেফতার করা হোক। অযথা কেউ যেন হয়রানীর শিকার না হয় সেদিকে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ