বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ বঞ্চিত ও আশানুরূপ পদ না পাওয়া নেতা-কর্মীদের আন্দোলনের মুখে বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়মুখী সকল শাটল ও ডেমু ট্রেন চলাচল বন্ধ রয়েছে।একই সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষক বাসের সব চাবি ছিনিয়ে নিয়েছে তারা। ফলে আজ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে আটটার দিকে নগরীর ঝাউতলা স্টেশনে শাটল আটকে চালককে ধরে নিয়ে যায় পদবঞ্চিতরা। পরে বেশ কিছুক্ষণ পর পুলিশ চালককে উদ্ধার করে।এরপর ট্রেনটি ষোলশহর স্টেশনের অদূরে বন গবেষণাগার এলাকায় পৌঁছালে আবারও ট্রেন অবরোধের চেষ্টা করে পদবঞ্চিতরা। এসময় তারা ট্রেন থামাতে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে। এতে করে ট্রেনটি পুনরায় ষোলশহর স্টেশনে ফিরে যায়। এসময় পদবঞ্চিতদের হামলায় ষোলশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শন (এসআই) জাকির হোসেন গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ভোরে বিশ্ববিদ্যালয় পরিবহণ দপ্তরে এসে সকল শিক্ষক বাসের ড্রাইভার থেকে চাবি ছিনিয়ে নিয়ে গেছে বলে জানা যায় । ফলে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বাস শহরে আসতে পারেনি।
পদ না পাওয়া আ জ ম নাছির উদ্দিন পক্ষের নেতা তায়েফুল হক তপু বলেন, ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে অতীতে শিবির বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা এবং যোগ্য নেতাদের বঞ্চিত করা হয়েছে। কমিটিতে যোগ্য ও ত্যাগীদের স্থান দেওয়ার দাবিতে আমরা তিনদিন ধরে আন্দোলন করছি। যতদিন সংশোধন করে কমিটি না দিবে ততদিন এই অবরোধ চলমান থাকবে। কেন্দ্রীয় ছাত্রলীগ আশা করছি এই বঞ্চিতদের দিকে সদায় দৃষ্টি দিবে।
চবি ছাত্রলীগ সভাপতি আলমগীর টিপু বলেন, কমিটি সংশোধন করার কোন সুযোগ নেই। এখানে কেন্দ্রীয় নেতারা যাদের যোগ্য মনে করেছে তাঁদেরকেই পদ দেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২দিন বিশ্ববিদ্যালয় মূল ফটকে তালাসহ এক নম্বর গেটের সামনে হাটহাজারী-রাঙামাটি সড়কটি অবরোধ করে রেখেছিল পদ বঞ্চিতরা।
প্রসঙ্গত, গত বছরের ২০ জুলাই দুই সদস্যবিশিষ্ট কমিটি গঠনের পর সাত মাসে চার দফা সংঘর্ষ হয়। পরে গত ফেব্রুয়ারির ৯ তারিখ (মঙ্গলবার) রাতে কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয় কমিটির কার্যক্রম স্থগিত করে দেয়া হয়। কমিটি শেষ হওয়ার ২ দিন আগে গত (সোমবার) ২০১ সদস্য বিশিষ্ট কমিটি দেয় কেন্দ্র।
যে কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করেনি বলে দাবি করে আসছে ছাত্রলীগের একটি অংশ। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি সংশোধন করে প্রকৃত ছাত্রলীগ এবং ত্যাগীদের জায়গা করে দেয়ার জোর দাবি জানান তারা।অন্যথায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারিকে অবাঞ্ছিত ঘোষণা করে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা জানান। কিন্তু ৪৮ ঘণ্টা অতিবাহিত হলেও কেন্দ্র থেকে কোন ব্যবস্থা গ্রহণ না করায় পদ বঞ্চিতরা লাগাতার অবরোধের ডাক দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।