বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইগাতী (শেরপুর ) সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতীতে ২০জলাই বুধবার সকালে উপজেলার দুধনই গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধরা হলেন, দুধনই গ্রামের মৃত ইনছান আলীর ছেলে আ. খালেক (৬০) ও একই গ্রামের মৃত দুলু শেখের ছেলে তালেব উদ্দিন(৮০)। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ীর পার্শ্ববর্তী ক্ষেতে ট্রাক্টর দ্বারা চাষ করতে গিয়ে দেখা যায় যে, বিদ্যুতের এলটি লাইনের একটি খুঁটি ভেঙ্গে তারসহ ক্ষেতের মধ্যে পড়ে আছে। বিষয়টি স্থানীয় বিদ্যুৎ বিভাগকে জানালে তারা প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে বরং বাঁশ/শুকনা কোন খুঁটির মাধ্যমে ওই ভাঙ্গা খুঁটিটি সরিয়ে তাদের ক্ষেত চাষ করতে বলেন। ওই ২ বৃদ্ধ বাঁশ নিয়ে ভাঙ্গা খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে উপজেলা আবাসিক প্রকৌশলী মুহাম্মদ রুকুনুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে, তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যুতের খুঁটি ভাঙ্গার বিষয়টি তারা অফিসকে না জানিয়ে নিজেরাই কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।