Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্ত্রণালয়গুলোতে তথ্য চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

করোনায় ক্ষতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

করোনাভাইরাসে মহামারীতে বিপর্যস্ত দেশের সরকারি-বেসরকারি প্রতিটি সেক্টর। মরণঘাতি এ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অধীন সরকারি সংস্থাগুলো কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে, তার তথ্য চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

পাশাপাশি সংকট উত্তরণে আজ বুধবারের মধ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানানোর অনুরোধ করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি দেয়া হয়েছে। সম্প্রতি মহাপরিচালক-৪ শাখা থেকে এ চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ এর কারণে মন্ত্রণালয় ও সংস্থার যেসব কার্যক্রম বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তথ্য এবং সংকট উত্তরণে নেয়া উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা অর্থাৎ কি কি কার্যক্রম গ্রহণ করা উচিত সেসব তথ্য পাঠাতে হবে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতির হার এবং তা ত্বরান্বিত করতে কি কি কার্যক্রম নেওয়া উচিত তাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এসব তথ্য নিয়ে একটি প্রতিবেদন আজ বুধবার (২৯ এপ্রিলের) মধ্যে পাঠাতে বলা হয়েছে।

অতি সংক্রামক এই ভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। কয়েক দফা সেই ছুটি বাড়িয়ে আগামী ৫ মে পর্যন্ত করা হয়েছে। এছাড়া এ সময়ে সব ধরনের কল-কারখানাসহ বাইরের সব কাজকর্ম বন্ধ রাখার কথা বলা হলেও অর্থনীতি সচল রাখার চেষ্টায় গত ২৬ এপ্রিল থেকে কিছু কিছু কারখানা চালু হয়েছে। হোটেল- রোস্তাঁরা, দোকানপাট খোলা রাখার সময়ও কিছুটা বাড়ানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ