বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাওর এলাকায় ইতোমধ্যে শতকরা প্রায় ৬২ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। আর পাকা অবস্থায় রয়েছে ১৪ ভাগ। এখনো পাকে নাই ২৪ ভাগ বোরো ধান।
গতকাল মঙ্গলবার কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ এ তথ্য জানান। তিনি বলেন, কৃষক ও শ্রমিকদেরকে উৎসাহ ও সহমর্মিতা-সহানুভূতি জানাতে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আজ বুধবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ, সদর ও তাহিরপুর উপজেলায় হাওরে কৃষকের বোরো ধান কাটা পরিদর্শনে যাচ্ছেন।
কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে, হাওরাঞ্চলের কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া- এই সাতটি জেলায় এবছর শুধু হাওরে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে গতকাল পর্যন্ত ধান করা হয়েছে ২ দশমিক ৭৪ লাখ হেক্টর জমির ধান যা শতকরা ৬২ ভাগ। এর মধ্যে সিলেটে ৬৫ ভাগ, মৌলভীবাজারে ৭২ ভাগ, হবিগঞ্জে ৫৫ ভাগ, সুনামগঞ্জে ৬৫ ভাগ, নেত্রকোনায় ৭৪ ভাগ, ব্রাহ্মণবাড়িয়ায় ৭০ ভাগ এবং কিশোরগঞ্জে ৪৭ ভাগ বোরো ধান কাটা হয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।