পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সরকারি চাল আত্মসাতের অভিযোগে শরীয়তপুরের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুুদক)। গতকাল মঙ্গলবার এ তথ্য জানান সংস্থার পরিচালক (জনসংযোগ) প্রণব ভট্টাচার্য। মামলার আসামিরা হলেন, শরীয়তপুর গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসিরউদ্দীন স্বপন, একই ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোফাচ্ছেল বেপারী ও ৯ নং ওয়ার্ডের মেম্বার শামীম বেপারী।
এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে কুচাইপট্টি ইউনিয়নের সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী কার্ডধারী মৎস্যজীবীদের মধ্যে ভিজিএফ'র চাল বিতরণে অনিয়ম-দুর্নীতি ও প্রতারণার আশ্রয় গ্রহণ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের মোট ১,৫৯০ কেজি ভিজিএফ'র চাল আত্মসাৎ করেন। মামলার বাদী দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমলেশ মন্ডল। সোমবার মামলাটি দায়ের করা হলেও গতকাল পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান দুদক পরিচালক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।