বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট-২ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান ওসমানীনগরের বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র মানুষ এবং শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেরার বিভিন্ন ইউনিয়নে বিতরণ করেন। উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আনছার মিয়া পক্ষ থেকে উমরপুর, সাদিপুর, গোয়ালাবাজার ও তাজপুর ইউনিয়নের ৩ শ পরিবারের মধ্যে চাল, আলু, তৈল ও লবন বিতরণ করা হয়।
পৃথক ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নিবার্হী অফিসার তাহমিনা আক্তার, উপজেলার সহকারী কমিশনার ভূমি আফছানা তাসলিম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন কান্তী রায়, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান রব্বানী, ওসমানীনগর উপজেলা আওয়ামীগের সিনিয়র সহ-সভাপতি আবদাল মিয়া, গোয়ালাবাজার ্ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রব, উপজেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক অরুনোদয় পাল ঝলক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক চঞ্চল পাল, ওসমানীনগর থানার এসআই মনিরুল ইসলাম, প্রধান শিক্ষ শহীদ হাসান, ক্রিড়া ব্যক্তিত্ব কাপ্তান মিয়া, ইউপি সদস্য স্বপন মিয়া, বখতিয়ার হোসেন প্রমূথ, খালেদ হোসেন খুকু প্রমূখ।
এদিকে আজ মঙ্গলবার (২৮এপ্রিল) ওসমানীনগর উপজেলা হিন্দু, বৌদ্য, খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে স্থানীয় নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।