Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় ৪০০ হতদরিদ্র শিশু পরিবার পাচ্ছে শিশু খাদ্য সহায়তা

কলাপাড়া (পটুয়াখালী) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৭:১৯ পিএম

কলাপাড়ায় করোনা সংক্রমন এড়াতে সরকারী নিষেধাজ্ঞা মেনে ঘরে থাকা কর্মবিমূখ নিম্ন আয়ের পরিবারের শূন্য থেকে ৫বছরবয়সী ৪০০ শিশুর জন্য শিশু খাদ্য সহায়তা পাচ্ছে ৪০০ পরিবার। আগামী দু’এক দিনের মধ্যে এসব পরিবার গুলোকে এ শিশু খাদ্য সহায়তা প্রদান করার কথা জানিয়েছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগ সূত্র।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের পরিবারের শূন্য থেকে ৫বছর বয়সী ৪০০ শিশুর জন্যদুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় থেকে নগদ ৯৪, ৫৬০ টাকা ও ৪০০ পিচ ৪০০ গ্রাম ওজনের মিল্ক ভিটা গুড়ো দুধ’র প্যাকেট বরাদ্দ পাওয়া গেছে। যা দিয়ে ৪০০ শিশুকে শিশু খাদ্য সহায়তা প্রদান করা হবে।
এদিকে মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের একটি সূত্র জানায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় থেকে উপজেলার ১২টি ইউনিয়নে নিম্ন আয়ের পরিবারের ১৮৯৬ শিশু, কলাপাড়া পৌরসভায় ৫০০ শিশু ও কুয়াকাটা পৌরসভায় ৪৭৫ শিশু স্তন্যদানের সময়কালীন সময়ের জন্য মাসে ৮০০ টাকা হারে আর্থিক সুবিধা পাচ্ছে। এসব শিশুদের উপার্জনক্ষম পরিবার প্রধানরা করোনা পরিস্থিতিতে কর্মবিমূখ হয়ে পড়ায় শিশু খাদ্যের যোগান দিতে বিপাকে পড়েছেন তারা। সে হিসেবে ২৮৭১ হতদরিদ্র পরিবার গুলোর শিশুদের জন্য ৪০০ প্যাকেট শিশু খাদ্য সহায়তা কেবল মাত্র কিঞ্চিত সহায়তা প্রদানের পর্যায়ে পড়ে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর থেকে হতদরিদ্র শিশু পরিবারের তালিকা এনে বরাদ্দ অনুয়ায়ী এর মধ্যে থেকে ৪০০ শিশু বাছাই করা হচ্ছে, যাদের শিশু খাদ্য সহায়তা প্রদান করা হবে। প্রতি প্যাক শিশু খাদ্যের মধ্যে থাকছে ৪০০ গ্রাম মিল্কভিটার গুড়া দুধ, ১ কেজি চিনি, ১ কেজি সুজি ও ২ প্যাকেট বিস্কিট। আগামী দু’এক দিনের মধ্যে জনপ্রতিনিধিদের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হবে।

ইউএনও আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, ৪০০ শিশু পরিবারকে প্রাথমিকভাবে শিশু খাদ্য সহায়তা প্রদানের জন্য বাছাই করা হচ্ছে। এমপি মহোদয়ের মাধ্যমে দু’এক দিনের মধ্যে শিশু খাদ্য বিতরন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ