Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় নার্স, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীর করোনা পজিটিভ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৭:০৯ পিএম | আপডেট : ৭:১০ পিএম, ২৮ এপ্রিল, ২০২০

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের এক নার্স এবং রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী পরিচ্ছন্নতাকর্মী (২৯) ও এক পুরুষ নৈশপ্রহরীর (৩৩) নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা হল ১২ জন। যার মধ্যে একজন সুস্থ্য হয়েছেন ও একজন মারা গেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় খুলনা সিইল সার্জ ডা. সুজ্জাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ খুমেকের পিসিআর ল্যাবে ৬৮ টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এতে তিন জনের পজিটিভ রিপোর্ট এসেছে। তারা তিন জনই করোনায় আক্রান্ত রোগীদের সেবায় কোন না কোন ভাবে ভূমিকা রেখেছেন।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বলেন, রূপসা হাসপাতালের দুই কর্মীর করোনা শনাক্ত হয়েছে। তাই হাসপাতালের ৪র্থ শ্রেনীর কোয়ার্টার (২) লকডাউন ঘোষনা করা হয়েছে। এছাড়াও সকলকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ