Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় জরুরী চিকিৎসা উপকরন হস্তান্তর

কলাপাড়া (পটুয়াখালী) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৫:০৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় জরুরী চিকিৎসা সেবা প্রদানকারীদের মাঝে চিকিৎসা উপকরন হস্তান্তর করা হয়েছে। উপকরন সামগ্রীর মধ্যে রয়েছে পিপিই, গগলস, সার্জিক্যাল হ্যান্ড গ্লোভস, হ্যান্ডরাব, মাস্ক, টাঙ্ক ডিপ্রেসর, টিস্যু রোল, ডিজিটাল থার্মাল স্কানার, লিকুইড সোপ, সেফটি ব্যাগ, বায়ো হ্যাজার্ড ব্যাগ, টর্চ লাইট ইত্যাদি। মঙ্গলববার স্টার্ট ফান্ড’র আর্থিক সহায়তায় ফ্রেন্ডশীপ'র কারিগরি সহায়তায় উন্নয়ন সংস্থা আভাস এসব উপকরন উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসনাত মোহাম্মদ শহীদুল হক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার চিম্ময় হাওলাদারের হাতে তুলে দেয়া হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, সিপিপি কর্মকর্তা আছাদ উজ্জামান, ফ্রেন্ডশীপ’র আঞ্চলিক সমন্বয়কারী সাইদুর রহমান, আভাস’র প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ফ্রেন্ডশীপ’র ক্লিনিক ইনচার্জ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
একই সময়ে লতাচাপলী, মহিপুর, ধূলাসর ইউনিয়নে ৬০টি পরিবারের প্রত্যেককে ১০টি সাবান, ১ কেজি গুড়া সাবান, ৫টি মাস্ক, টেপ সংযুক্ত বালতিসহ প্লাষ্টিক মগ বিতরন করা হয়েছে।
এছাড়া দেশের প্রথম ও বৃহত্তম পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উপজেলা প্রশাসনের ত্রান তহবিলে আসহায় দুস্থ মানুষের জন্য ৫’শ প্যাকেট খাবার জমা দিয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ