Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে ভূর্তুকী মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয়

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৪:৫৩ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে করোনা থেকে রক্ষার্থে ঘোষিত লকডাউন বাস্তবায়নে গৃহে অবস্থানরত মানুষের মাঝে ভূর্তুকী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রয় শুরু করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার(২৮ এপ্রিল)উপজেলা প্রশাসনের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভূর্তুকী মূল্যে বিক্রয়ের পাইলট প্রগ্রামের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই-মাহমুদ,সমাজ সেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস ,যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম, পৌর কমিশনার হাবিবুর রহমান প্রমূখ। পাঁচ কেজি চাল,৫০০ গ্রাম ডাল,৫০০ গ্রাম পিয়াজ ,দুই কেজি আলু ,৫০০ মি.লি তেলের প্রতি প্যাকেটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। সংশ্লিষ্ট সুত্র জানায়, শুধু পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন ২০টি করে পরিবারের মাঝে ভূর্তুকী মূল্যের প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ