বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসের কারণে ধান কাটা মৌসুমে শ্রমিক সংকট দূর করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে পুলিশের উদ্যোগে নওগাঁ জেলায় ধান কাটার জন্য শ্রমিক পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর বোরো ধান কাটা মৌসুমে শ্রমিক সংকট দূর করতে মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ স্টেডিয়াম থেকে প্রায় ১০০ জন শ্রমিককে নওগাঁ জেলায় পাঠানোর উদ্যোগ নেয় থানা পুলিশ। এ সময় শ্রমিকদের উদ্দেশ্যে বিফ্রিং দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান। পরে পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের গামছা, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম জানান, শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রত্যয়নপত্র নিয়ে তাদের পাঠানো হয়। এ যাবৎ ২০০ শ্রমিক পাঠানো হয়েছে ও আগামী ৭ দিনের মধ্যে জেলা থেকে ৫ হাজার শ্রমিক পাঠানোর প্রক্রিয়া চলছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ, ওসি (তদন্ত) আতিকুল ইসলাম, ওসি (অপারেশন) ইকবাল পাশাসহ অন্যরা। শ্রমিকরা জানান, প্রতিবছরই তারা বিভিন্ন জেলায় ধান কেটে আসছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে এবার ধান কাটা মৌসুমে ধান কাটতে যেতে পারছিলাম না। কিন্তু পুলিশের এ উদ্যোগে আজ ধান কাটতে যেতে পেরে তারা খুব খুশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।