Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে কৃষকের পাশে দাড়ালেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, কাটলেন ধান

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৪:৪৫ পিএম

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল ) ময়মনসিংহ ১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল এমপি ৩নং চরআলগী ইউনিয়নের ২ নং ওয়ার্ড চর কিনার আলগী চর কৃষকের ধানকাটা মেশিন কঁনড়ঃধ ঢ়ৎড় ৪৮৮ মেশিনে চালিয়ে ধান কাটেন। এ সময় উপস্থিত ছিলেন ৩নং চরআলগী ইউনিয়নের চেয়ারম্যান মাছুদুজ্জামান মাসুদ সহ আওয়ামীগের সকল অঙ্গসংগঠনের নেতবৃন্দ ,শিক্ষক ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ময়মনসিংহ- ১০ (গফরগাঁও) আসনের ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন ঃ করোনা ভাইরাসের ফলে দেশের বিভিন্ন স্থান থেকে এবার ধান কাটার শ্রমিক গফরগাঁও উপজেলায় আসতে পারেনি । গণপরিবহনসহ সকল ধরনের যানবাহন বন্ধ থাকায় ফলে শ্রমিকের চরম সংকট দেখা দিয়েছে । বিশেষ করে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদেরকে কৃষকের ধান কাটার জন্য । প্রধানমন্ত্রীর নির্দেশেই ফলে আমি গফরগাঁও উপজেলা আওয়ামীলীগ , ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদেরকে জরুরূী ভিত্তিতে নির্দেশ দিয়েছি কৃষকদেরকে সহযোগিতায় করে ধান কাটার জন্য । তিনি বলেন ঃ প্রতিটি কষকের যাতে কোন জমি পতিত না থাকে । ধানসহ সকল ধরনের ফসল উৎপাদন করতে হবে বেশী করে। যাতে কোন ধরনের খাদ্যর অভাব না থাকে । বিগত কয়েক বছরের তুলনায় এবারে গফরগাঁও উপজেলায় বাম্পার বোরো ধান হয়েছে । তার পরেও আল্লাহ রহমতে আবহাওয়া অনুকুলে ছিল । তিনি বলেন ঃ আওয়ামীলীগ সরকার কৃষকদেরকে নানান ধরনের সুযোগ সুৃবিধা বৃদ্ধি করেছে । গত কয়েক মাস আগে সরকার হরেক রকম সারের দাম কমিয়ে দিয়েছে । কৃষিযন্ত্রপাতির দামও অনুরুপ ভাবে কমানো হয়েছে । আওয়ামীলীগ সরকার কৃষি খাতে সবচেয়ে বেশি ভুর্তিকি দিচ্ছে । গফরগাঁও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন জানান, চলতি মৌসুমে বোরো আবাদ হয়েছে ২২হাজার ১শত৫০ হেক্টর । চালের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৯হাজার মেঃটন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ