Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কী করব? যাই করো বাড়িতে থেকে করো: মিমি চক্রবর্তী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ৪:০৩ পিএম

মরণঘাতী করোনাভাইরাসে গোটা ভারত জুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে ঘরবন্দি সবাই। ব্যতিক্রম নন শোবিজ তারকারাও। শুটিং ব্যস্ততা নেই, তাই অবসর সময় কাটাচ্ছেন টলিগঞ্জের তারকারা। এই অঢেল সময়ে তারকারা কী করছেন? এমন প্রশ্নের উত্তর জানতে ভক্তদের উৎসাহের যেন কমতি নেই!

কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ৷ তিনি কখনও পোষা প্রাণীর সঙ্গে নিজের ছবি দিচ্ছেন, কখনও আবার করোনা নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন ৷ তবে এত কিছুর পরে যেন নতুন কোন কাজ খুঁজে পাচ্ছেন না নায়িকা৷ সম্প্রতি মিমি তার টু্ইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন, ‘কী করব? যাই করো বাড়িতে থেকে করো।’

প্রিয় নায়িকার এই টুইটে ভক্তরা বেশ নড়ে চড়ে বসেছেন। রূপালী পর্দার মানুষকে বেশ মজার মজার পরামর্শ দিচ্ছেন সবাই। ভক্তদের কেউ বলছেন সিনেমা দেখতে, কেউ বই পড়তে, আবার কেউ বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সাথে আড্ডা মারতে৷

প্রসঙ্গত, করোনা ভাইরাসে বিপর্যস্ত মানুষদের বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার আরেকটি পরিচয় সবারই জানা। তিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন তৃণমূলের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ