Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় দেশের কোন এলাকায় কতজন মারা গেছেন?

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১২:০৮ পিএম

করোনাভাইরাসের থাবায় দিশেহারা গোটা বিশ্ব। এই ভাইরাসের ধ্বংসযজ্ঞে বিশ্বের সবচেয়ে ক্ষমতারধর রাষ্ট্র আমেরিকা একেবারেই অসহায় হয়ে পড়েছে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্স। ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, এই ৫ দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৮৬ জন। এর মধ্যে শুধু আমেরিকায় মারা গেছে ৫৬ হাজার ৮০৩ জন।

এসব দেশের তুলনায় বাংলাদেশে এখনও মৃত্যুর সংখ্যা খুবই কম।

এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯১৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫২ জনের। আর সুস্থ হয়েছে ১৩১ জন।
বাংলাদেশে কোন এলাকায় কতজন মারা গেছে?

করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা মহানগরীতে। এখানে মারা গেছে ৭৬ জন। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। সেখানে মারা গেছে ৩৯ জন।

এর বাইরে অন্য এলাকায় মৃতের সংখ্যা এক অংকে।

এর মধ্যে কুমিল্লায় ৪ জন। জামালপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলায় ৩ জন করে।

ময়মনসিংহ, মাদারীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটে মৃত্যু হয়েছে ২ জন করে।

এছাড়া কিশোরগঞ্জ, নরসিংদি, শরীয়তপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, মেহেরপুর, বরগুনা, পটুয়াখালী ও রাজশাহীতে ১ জন করে মৃত্যু হয়েছে। তথ্যসূত্র: আইইডিসিআর ওয়েবসাইট



 

Show all comments
  • Ridoy Hasan ২৮ এপ্রিল, ২০২০, ১:১০ পিএম says : 0
    ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরের কতজন করোনায় মারা গেছে জানালে ভাল হয়।
    Total Reply(0) Reply
  • মোঃ সাইফুল ইসলাম ২৮ এপ্রিল, ২০২০, ২:১৩ পিএম says : 0
    ভাল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ