পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনাভাইরাসের মধ্যেও থামছেই না নৃশংসতা। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নানা অপরাধ সংঘটিত হচ্ছে। বেড়েই চলছে চাঞ্চল্যকর খুনের ঘটনা। গলাকেটে হত্যা, ছুরিকাঘাতে খুন এমনকি প্রকাশ্যে দিবালোকে জীবন্ত মানুষের পা কেটে নিয়ে মধ্যযুগীয় কায়দায় উল্লাসের ঘটনাও ঘটেছে। অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় রয়েছে আইন-শৃংখলা বাহিনী। গত রোববার দিবাগত রাতে গাজীপুরের সাতপোয়া এলাকায় র্যাব টহল দলের সাথে বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম রবু (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় খুন, মাদক ও অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব কর্মকর্তারা।
গাজীপুরের শ্রীপুরে প্রবাসির স্ত্রী ও তার তিন সন্তানকে গলা কেটে খুনের ঘটনায় সারাদেশে চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। তুচ্ছ ঘটনায় গত শুক্রবার দিবাগত গভীর রাতে পটুয়াখালীর বাউফলে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় এক কলেজছাত্রকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় দেশের সামাজিক ও পারিবারিকসহ বিভিন্ন কারণে এধরণের নৃশংস খুনের ঘটনা ঘটছে বলে দেশের অপরাধ বিশেষজ্ঞরা বলছেন। এছাড়া চট্টগ্রামের রাউজানে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অংকুরিঘোনা এলাকা থেকে রোববার রাতে তার লাশ উদ্ধার করে রাউজান থানার পুলিশ। নিহত বিধান বড়ুয়া (৪৭) পশ্চিম গহিরা অংকুরিঘোনা এলাকার অতুল মেম্বারের বাড়ির সাধন বড়ুয়ার ছেলে। তিনি ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
এসআই আমজাদ হোসেন জানান, পেশায় মাছ ব্যবসায়ী বিধান বড়ুয়া হালদা থেকে ডিম সংগ্রহের জন্য কয়েকজন লোক ঠিক করেন। তাদের হাতে খাবারের টাকা দিয়ে বাড়িতে ফেরার পথে বিকাল সাড়ে ৪ টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি কওে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী চড়পাড়া এলাকায় গত শনিবার এক ব্যক্তি মাটিতে পড়ে ছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন, এমন আতঙ্কে দিনভর স্থানীয়দের কেউ তার পাশে যাননি। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শনিবার সন্ধ্যায় তার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাঠায়। পরে তদন্তে বেরিয়ে আসে তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে তার কাছে থাকা অর্থ লুটে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশের তদন্তের বিষয়টি বেরিয়ে এসেছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম দৈনিক ইনকিলাবকে বলেন, অপরাধ নিয়ন্ত্রন ও অপরাধীদের বিরুদ্ধে সক্রিয় রয়েছে ঢাকা মহানগর পুলিশ। বর্তমান পরিস্থিতিতে সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতামূলক কাজ করছে পুলিশ। কোন অপরাধী সক্রিয় হওয়ার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে তিনি মন্তব্য করেন।
সূত্র জানায়, সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস ঘটনাগুলোর মধ্যে গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় গলা কেটে এক প্রবাসির তিন শিশু সন্তান ও তার বিদেশীনি স্ত্রীসহ ৪জনকে গলা কেটে খুনের ঘটনাটি সারাদেশেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলাটি পুলিশ র্যাব, ডিবিসহ চারটি সংস্থা তদন্ত করছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে নিজ বাড়ি থেকে গৃহবধূ স্মৃতি ফাতেমা ও তার তিন সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করে শ্রীপুর থানার পুলিশ। অপরদিকে শনিবার দিবাগত গভীর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে গভীর রাতে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় মো. রেদোয়ান সিকদার (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তাছাড়া রাজধানীর মিরপুরের বুশরা ক্লিনিক থেকে পলিথিন মুড়ে দুই নবজাতককে ফেলে দেয়ার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। জানা গেছে, রক্তাক্ত পলিথিন হাতে থাকা যুবকের গতিবিধি দেখে স্থানীদের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশের সোপর্দ করে। স্থানীয়রা ওই যুবককে আটকের পর ৯৯৯ এ ফোন দিলে মিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে রমজান নামের যুবককে আটক করে। আটক যুবক পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ৩০০ টাকা দিয়ে বুশরা ক্লিনিকের ম্যানেজার মামুন তাকে পলিথিনে করে দুই নবজাতককে ফেলে দিতে বলেছিল। এ ঘটনার পরপরই ক্লিনিকের কর্মচারীরা ভেতওে থেকে দরজা বন্ধ করে দিয়ে ক্লিনিকের ভেতরে অবস্থান নেয়। পরে ক্লিনিকের ম্যানেজারকে আটক করার চেষ্টা করা হলেও সেখান থেকে সে পালিয়ে যায়। এঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।
চাঞ্চল্যকর আরেক খুনের ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া এলাকায়। প্রতিপক্ষের পা কেটে নিয়ে বিজয় উল্লাস ও গ্রামের অলিতে গলিতে হয়েছে মিছিল। এমনই বীভৎস চিত্র দেখে আতংকিত হয়ে পড়ে এলাকার মানুষ। গত ১২ এপ্রিল সকালে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কান্দি গ্রামে ঘটেছে। পরে আইন-শৃঙ্খলা বহিনীর অভিযানে ব্যাপক ধরপাকরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে হাসপাতালের চিকিৎসাধীণ অবস্থায় ওই ব্যক্তি মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।