Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলা উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত

কোয়ারেন্টিনে ৭৭ হাজার ৬৭৯ জন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১২:০২ এএম

সারা দেশে হোম কোয়ারেন্টিন ও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলা ও উপজেলা পর্যায়ে করোনা সংক্রমন বৃদ্ধি অব্যাহত রয়েছে। আক্রান্ত হচ্ছে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, চিকিৎসকসহ সাধারণ মানুষ। এদিকে, সারা দেশে এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলিয়ে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে এক লাখ ৭৯ হাজার ৪০১ জনকে। এদের মধ্যে ছাড় পেয়েছেন এক লাখ এক হাজার ৭২২ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৭৭ হাজার ৬৭৯ জন। তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারন্টিনে ছয় হাজার ৩০৭ এবং হোম কোয়ারেন্টিনে আছেন ৭১ হাজার ৩৭২ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেয়া হয়েছে ৮৫ এবং ছাড় পেয়েছেন ২৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন এক হাজার ২২০ জন।

যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চার জেলার ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। গতকাল সকালে যবিপ্রবির পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়। এ নিয়ে যবিপ্রবির ল্যাবে ৭৫ জন করোনা রোগী শনাক্ত হলো।
বরিশাল : দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হবার খবর পায়নি বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। ফলে মোট আক্রন্তের সংখ্যা ১০১-ই থাকছে। শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ২ জন নুতন রোগী ভর্তি হওয়ায় মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৩-এর উন্নীত হলেও এর মধ্যে করোনা ওয়ার্ডে রয়েছেন ১৫জন। এ অঞ্চলের অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলে ১২৯ জনসহ হোম কোয়রেন্টিনে রয়েছে ৮ হাজার ৪০৫জন। এর মধ্যে ১৫০ জনসহ ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন ৫ হাজার ৫০৭জন।
খুলনা : খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে পুলিশ-নার্সসহ আরো তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে খুলনার ল্যাবে মোট ১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হলো। গত রোববার সন্ধ্যায় খুমেকের ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, আক্রান্তদের মধ্যে একজন নগরীর নিরালা এলাকার বাসিন্দা এবং তিনি পুলিশ কনস্টেবল।

সিলেট : ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, নতুন শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে সিলেট জেলায় একজন, হবিগঞ্জে একজন এবং বাকি ৬ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।
টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে নতুন করে আরও এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।

নড়াইল : নড়াইলে নতুন করে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ তিন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সাতজন চিকিৎসকসহ মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ জন।
ঝিনাইদহ : ঝিনাইদহে নতুন করে স্বাস্থ্য পরিদর্শকসহ আরও চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জন।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় এক ভবঘুরেসহ চারজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৭জন। সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ্ এ তথ্য জানান।
হবিগঞ্জ : হবিগঞ্জে এ পর্যন্ত মোট ৪৮ জন আক্রান্ত হয়েছেন। এর মাঝে ২২ জনই ডাক্তার, নার্স, প্রশাসনের কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তা কর্মচারী।
কুষ্টিয়া : কুষ্টিয়ায় এবার মা ও মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত মা (৭০) ও মেয়ের (৩২) বাড়ি মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মহদীপুর গ্রামে। আক্রান্তদের একজন (মেয়ে) ঢাকার বারডেম হাসপাতালের নার্স বলে জানা গেছে।

মৌলভীবাজার : মৌলভীবাজার জেলায় নতুন করে ৬ জন করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন কুলাউড়া পুলিশের ২ সদস্য, কুলাউড়ার ফরিদপুর গ্রামের একই পরিবারের ২ জন। জেলায় এনিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১১ জন।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীর পরিবারে আরো পাঁচজন করোনায় আক্রান্ত হলেন। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় এ তথ্য জানান।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রথম বারের মতো দুই জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা তাদের ভর্তি করান।
গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দুই কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হযেছেন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ এ তথ্য জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ