বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একটি ঘর বানানোর স্বপ্ন নিয়ে বিগত ১৫ বছর যাবত জমানো টাকায় করোনায় ঘরবন্দী ১২০ জন হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে রাতের আঁধারে খাদ্য সামগ্রী বিতরণ করেন কাপাসিয়ার টোকের সুলতানপুর গ্রামের দিনমজুর রিকশাচালক সোহরাব উদ্দীন। বিভিন্ন পত্রিকায় রিকশা চালক সোহরাবের এ ধরনের মহানুভবতা নিয়ে সংবাদ প্রকাশের পর এ বিষয়টি নজরে আসে কাপাসিয়া উপজেলা প্রশাসনের ।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান রিকশা চালক সোহরাব উদ্দীনকে একটি ঘর তৈরি করে দিতে চেয়েছিলেন। সে লক্ষ্যে ২৭ এপ্রিল, সোমবার সকালে রিকশা চালক সোহরাবকে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ডেকে পাঠানো হয়। তিনি আজ উপজেলা অফিসে আসেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁকে একটি বাড়ি করে দেয়ার প্রস্তাবের কথা শুনে তিনি সবিনয়ে বাড়ি তৈরির প্রস্তাব ফিরিয়ে দেন। এ সময় তিনি বলেল, কোন কিছু পাওয়ার আশায় আমি অসহায় মানুষকে দান করিনি। আমি আমার দানের বিনিময়ে কিছুই চাই না। আমার কোন চাওয়া পাওয়া নেই। তিনি কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খানের কাছে অনুরোধ করে বলেন, যদি পারেন, আমার গ্রামের হাজী নান্নু মিয়া'র পুকুর পাড় থেকে কয়রার বিল পর্যন্ত রাস্তাটি করে দিয়েন। তাহলে আমি খুশি হব এবং এলাকার মানুষ আজীবন কৃতজ্ঞ থাকবে। রিকশা চালক সোহরাব উদ্দীনের এ মহানুভবতার বিষয়টি টক অব দ্যা কাপাসিয়ায় পরিনত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।