Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৌরনদীতে ফায়ার সার্ভিস কর্মীদের রেশন

কর্মহীন পরিবারের মাঝে বিতরণ

গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ৮:৩১ পিএম

বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীদের নিজেদের রেশনের খাদ্য সামগ্রী গরিব ও অসহায়দের বাড়িতে বাড়িতে পৌঁছে দিলেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবদুস ছালাম জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বর্তমান পরিস্থিতিতে এপ্রিল মাসের নিজেদের রেশনের চাল, আলুসহ অন্যান্য খাদ্য সামগ্রী উত্তোলন করে, সেসব খাদ্য সামগ্রী কর্মহীন অসহায় ৪০টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী ফায়ার সার্ভিসের লিডার মো. মহিদুল আলম, অফিস সহকারি মো. আরিফুর রহমান, ফায়ারম্যান মো. সাব্বির মোল্লা, মো. মাসুদ রানা, দিলীপ কুমার মন্ডল ও মো.সফিকুল ইসলামসহ অন্যান্য ফায়ার কর্মিরা। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ২০২০ সালের মার্চ মাসের মাঝামাঝি অবস্থায় দেশে এই মহামারি করোনাভাইরাস শুরু হয়। সেই থেকেই গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন এলাকায় ও পাড়া মহল্লায় গিয়ে জীবানুনাশক স্প্রে ছিটানোসহ গণসচেতনতা মূলক বিভিন্ন প্রচারনার কাজ অব্যহত রেখেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ