Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘খাদ্য উপহার’ নিয়ে মানুষদের পাশে সিলেট জেলা ছাত্রলীগ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ৭:৩৩ পিএম

করোনা পরিস্থিতিতে সংকটে পড়া গরীব, অসহায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে ‘খাদ্য উপহার’ বিতরণ করেছে সিলেট জেলা ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য উপহার বিতরণ করে সংগঠনটি। সোমবার (২৭ এপ্রিল) নগরীর শিবগঞ্জ সাদিপুরস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই খাদ্য উপহার তুলে দেওয়া হয় শতাধিক পরিবারের হাতে। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিসিক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিরক রঞ্জন দে পাপলু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি মুহিবুস সালাম রিজভী, সহ সভাপতি এনায়েতুল বারী মুর্শেদ, মহানগর যুবলীগ নেতা মিনার আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সেলিম চৌধুরী, যুবলীগ নেতা আজাদুর রহমান চঞ্চল।জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি হারুন রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের খান, সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ, দপ্তর সম্পাদক আদি রাজ উজ্জ্বল, উপ দপ্তর সম্পাদক রাফিউল করিম মাসুম, উপ সম্পাদক বখতিয়ার আকরাম চৌধুরী অনি, সদস্য শওকত হাসান মানিক, সাদেকুর রহমান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এখলাসুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক। এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাহের সুমন, এমএ রায়হান, আহমদ রাহাত, মনসুর মোর্শেদ, ইকবাল আহমদ, সাহেদ আলী, আশরাফুল ইসলাম, ফয়সল আহমদ, মহাজ্যোতি চন্দ শিবুল, সজিব, তামিম, রুহেল, হাসান, বদরুল হুদা, রাহাত আহমেদ, সোহেল আহমদ, সোহাগ রাজ, সৌরভ আচার্য, ইউসুফ আলী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ