প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশ ব্যাপী চলছে অঘোষিত লকাডাউন। এমন পরিস্থিতিতে সবাই যখন ঘরবন্দি ঠিক তখনই সংগীতপ্রেমীদের জন্য ভেসে আসলো সুসংবাদ। হোম কোয়ারেন্টিনে থেকেই নতুন গান প্রকাশ করলেন হাবিব ওয়াহিদ।
২০১২ সালে ‘স্বাধীন’ নামে একটি গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন হাবিব। সেই অ্যালবামে ‘কুয়াশা’ শিরোনামের একটি গান ছিলো। এবার সেই ‘কুয়াশা’ গানটির রিমিক্স ভার্সন বের করলেন তিনি। বুধবার (২১ এপ্রিল) নতুন ভার্সনটি হাবিবের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। চিরকুট ব্যান্ডের গায়িকা সুমির কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।
ঘরবন্দি মানুষদের বিনোদন দিতেই পুরোনো গানটি রিমিক্স করেছেন তিনি। হাবিব বলেন,‘লকডাউনে ঘরবন্দি মানুষ যাতে বাসায় সময়টা উপভোগ করতে পারে সে জন্যই গানটি রিমিক্স করেছেন তিনি।’
হাবিব তার কন্ঠে দর্শক-শ্রোতাদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এগুলোর মধ্যে- ‘দ্বিধা’, ‘ভালোবাসবো বাসবো রে বন্ধু’, ‘দিন গেলো তোমারো পথ চাহিয়া’, ‘চন্দ্র গ্রহণ’, ‘এক মুঠো ভালোবাসা’, ‘হাওয়ায় হাওয়ায়’, ‘কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু’ উল্লেখযোগ্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।