বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে প্রশাসন ও খাদ্য বিভাগ। পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সমাজের বিত্তবান এবং রাজনৈতিক নেতারাও এগিয়ে এসেছেন তাদের সহযোগিতায়। দেশের অসহায় মানুষ আজ প্রায় কর্মহীন। এক সময় কেউ ঝাঁলমুড়ি বিক্রি করতো, কেউ বাসের চালক ছিল, কেউ মুচির কাজ করতো। কিন্তু এখন অনেকেই বেকার হয়ে পড়েছে। সে রকম ১ হাজার ৬শ’ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা এনজিও ফোরাম। পৌঁছে দিচ্ছে খাদ্যসামগ্রী। তাদের এ কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে স্থানীয় এনজিওগুলো। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে এ সহায়তা কর্মকান্ড পরিচালিত হচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা এনজিও ফোরাম সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া বলেন, আমরা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে বিশ্বাসী। সামাজিক দূরত্ব বজায় রাখবো কিন্তু দায়বদ্ধতা থেকে পিছিয়ে আসতে চাই না। এনজিও ফোরামের মাধ্যমে আমরা সমাজের জন্য কিছু করতে চাই। প্রথম ধাপে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। দিনমজুর, রিকশা-ভ্যানচালক, পরিবহণ শ্রমিক, চা দোকানী, ভিক্ষুক, ঘরমুখো কর্মহীন ১ হাজার ৬শ’ পরিবারের সঙ্গে আমরা সম্পর্ক গড়েছি। কারণ, তারা তো আমাদেরই স্বজন। প্রতিটি পরিবারের জন্য এক একটি ব্যাগে থাকছে ৮ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, আধা কেজি লবণ ও একটি সাবানসহ নিত্যপ্রয়োজনীয় নানান খাদ্যসামগ্রী। এসব খাদ্যসামগ্রী বিতরণের জন্য এনজিও ফোরামের সদস্যরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এদিকে ফোরামের সাধারণ সম্পাদক মঈন আলীর নেতৃত্বে সংগঠিত সদস্যরা গ্রামে-গঞ্জে, প্রত্যন্ত এলাকায় তাদের সম্পর্কের উপহার নিয়ে পৌঁছে দিচ্ছেন। এর আগে উপজেলায় ২ হাজার ২শ’ ৮০টি মাক্স ও ১ হাজার ২শ’ ৮০টি সাবান বিতরণ করেন তারা। পাশাপাশি সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে তারা লিফলেট বিতরণ করেন। এছাড়া সামাজিক দূরত্ব সৃষ্টিতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জীবানুনাশক স্প্রে ও দাঁগ এঁকে দেওয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।