ইন্দুরকানী থেকে উপজেলা প্রশাসন,কৃষি বিভাগ, স্ব্যাস্থ বিভাগ ও ইন্দুরকানী থানার ব্যাবস্থাপনায় বোর ধান কাটারশ্রমিক প্রেরণ করা হয়েছে। সোমবার উপজেলা চত্বরে এ সকল শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শেষে বাস যোগে নাজিরপুর ও উজিরপুরে প্রেরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী বোরো ধান কাটার জন্য আমাদের উপজেলা থেকে ১০০জন কৃষি শ্রমিককে তালিকা ভূক্ত করা হয়েছে। এদের থেকে আজ ১৭ জন শ্রমিককে দুই উপজেলায় প্রেরণ করা হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে বাকী শ্রমিক দের প্রেরণ করা হবে।
শ্রমিকদের যাবতীয় খরচ বহন করেছে উপজেলা প্রশাসন। শ্রমিকরা প্রেরিত উপজেলায় উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জাবেন বাকী ব্যাবস্থা স্ব- স্ব উপজেলা বহন করবেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা, ডাঃ মেহেদি হাসান, ইন্দুরানী থানার ওসি হাবিবুর রহমান।