Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর থেকে পলায়নকারী করোনাভাইরাস রোগী আটক

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১০:১১ এএম

চাঁদপুর সদর হাসপাতাল থেকে পালিয়েও রক্ষা হলো না করোনা আক্রান্ত এক রোগীর। পুলিশ তাকে আটক করে পুনরায় হাসপাতালে দিয়েছে।

জানা যায়, ঢাকায় ওই ব্যক্তির (৩৫) নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ রিপোর্ট আসে। করোনা আক্রান্ত জেনেও তিনি রোববার ফরিদগঞ্জে তার বাড়িতে আসেন।

বাড়ির মানুষ তাকে থাকতে না দেয়ায় তিনি চাঁদপুর সদর হাসপাতালে আসেন। তখন কর্মরত চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল তাকে রিপোর্ট দেখে আইসোলেশনে ভর্তি দেন। কর্তব্যরত ব্রাদার রোগী রিসিভ করার জন্য পিপিই পড়তে গেলে এই ফাঁকে রোগী পালিয়ে যায়।

করোনায় আক্রান্ত ব্যক্তি বিকেল সাড়ে ৩টায় পালিয়ে যাওয়ার পর তার মোবাইল ট্রেকিং করে পুলিশ। রাত সাড়ে দশটায় ফরিদগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড চরহোগলা গ্রাম থেকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ। তার বাড়ি ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোয়া গ্রামে।

চাঁদপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল জানান, ওই ব্যক্তির রিপোর্ট দেখে তাকে আইসোলেশনে ভর্তি দেয়া হয়। এরপর হাসপাতাল থেকেই তিনি পালিয়ে যান। পরে থানা পুলিশকে জানানো হয়।

চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) হারুন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মোবাইল ট্রেকিং করে তাকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। রোগী এখন সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই আছেন।



 

Show all comments

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৪ ফেব্রুয়ারি, ২০২৩
১১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ