পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সারা দেশে হোম কোয়ারেন্টিন ও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলা উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। আক্রান্ত হচ্ছে প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসকসহ সাধারণ মানুষ। এছাড়া সারা দেশে ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭৫ জনকে, ছাড় পেয়েছেন ৪৪ জন। এখন পর্যন্ত মোট আইসোলেশনের সংখ্যা ১ হাজার ১৬৪ জন। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৩ হাজার ৯৬৩ জন। এখন পর্যন্ত মোট কোয়ারেন্টিনে আছেন ৭৯ হাজার ৮৯৯ জন। গতকাল বুলেটিনে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
যশোর : যশোরে গতকাল নমুনা পরীক্ষার রিপোর্টে একদিনেই শনাক্ত হয়েছে ১৫জন। এই নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলো যশোর ২৫০ বেডের একজন ডাক্তার ও চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার এবং ৪জন স্বাস্থ্যকর্মীসহ মোট ৩০জন। এর মধ্যে শনিবার ও রোববার দু’দিনের পরীক্ষায় ২৪ জন শনাক্ত হলো। যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু মো. শাহিন রোববার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল : দক্ষিণাঞ্চলে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১শ’ ছাড়াল। গতকাল দুপুরের পর্যন্ত এ অঞ্চলে আরো ৮জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। যাদের ৭ জনই বরগুনা বিভিন্ন উপজেলায়। অপর ১জন পটুয়াখালীর দুমকিতে। গতকাল দুপুর পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় আইসোলেশনে ছিল ৮৬ জন। বিগত ২৪ ঘণ্টায় ১৩২ জনসহ দক্ষিণাঞ্চলে হোম কোয়ারেন্টিনে ছিল ৮ হাজার ৮২৪ জন। যার মধ্যে বিগত ২৪ ঘণ্টায় ২৩১ জন সহ অবমুক্ত হয়েছে ৫ হাজার ৪১৫ জন।
খুলনা : খুলনায় গত ২৪ ঘণ্টায় ৭১টি করোনা টেস্টের সবগুলো নেগেটিভ রিজাল্ট আসছে। এ পর্যন্ত মোট করোনা টেস্ট ১ হাজার ৩৩২টি হয়েছে। এর মধ্যে ১১টি পজিটিভ পাওয়া যায়। কলেজে প্রিন্সিপাল ডা. আবদুল আহাদ গত শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর : রংপুরে আরও ৫ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেলে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে এই ৫ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়। রংপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু এ তথ্য জানান। এদিকে, সোনালী ব্যাংক, রংপুর বাজার শাখার অসুস্থ ৭ কর্মকর্তা-কর্মচারীর ৬ জনেরই করোনা পজেটিভ সনাক্ত হয়েছে।
সাতক্ষীরা : সাতক্ষীরায় এক স্বাস্থকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের নাম মাহমুদুল হক হাছান। গতকাল সকালে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার পর তিনি বাড়িতেই অবস্থান করছেন।
হবিগঞ্জ : হবিগঞ্জে একদিনেই পজেটিভ শনাক্ত হয়েছে ২১ জন। ৪ দিনে জেলায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয় ৪৭ জন। ডাক্তার, নার্স ছাড়াও এ তালিকায় যুক্ত হয়েছেন জেলা প্রশাসনের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ঝিনাইদহ : ঝিনাইদহে গতকাল নতুন করে এক চিকিৎসকসহ আরো ৭ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯জন। মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ রোববার সকালে গনমাধ্যমকর্মীদের এই তথ্য জানান।
বালাগঞ্জ (সিলেট) : সিলেটের ওসমানীনগরে চতুর্থ দফায় আরও ৫ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে ৪ ধাপে ওসমানীনগরে মোট ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
লোহাগড়া (নড়াইল) : লোহাগড়ায় আরও ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় তিনজন ডাক্তারসহ মোট ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।