পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জ্বর, শ্বাসকষ্ট, সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছে সারা দেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ শিশু, ৪ কিশোর-কিশোরী, ৩ নারী ও ৩ জন পুরুষ। তবে এদের কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ছিল কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
যশোর : আজ (সোমবার) সকাল ছয়টা থেকে যশোর জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন অব্যাহত থাকবে। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এই তথ্য নিশ্চিত করেছেন।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরী এবং ভূরুঙ্গামারীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ভোরে তাদের মৃত্যু হয়। মৃত দুই শিশু এবং তাদের পরিবারের সদস্যের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এরা হচ্ছে- নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাঁওডাঙ্গা গ্রামের মোবারক আলীর ছয় মাসের ছেলে ও ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহী বাজার গ্রামের রিয়াজুল ইসলামের ছয় বছরের মেয়ে নাফিজা।
লক্ষীপুর : লক্ষীপুরের রামগতি ও কমলনগরে করোনা উপসর্গে সাথী আক্তার (৫) নামে এক শিশু ও মো. জসিম উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জসিম ওই এলাকার আব্দুল অদুদ মেস্তরীর ছেলে ও মৃত সাথী ওই এলাকার কামাল হোসেনের মেয়ে।
চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশনের আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামে গতকাল সকালে করোনাভাইরাস এর উপসর্গ জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মাহমুদা বেগম (৫০)নামের এক মহিলার মৃত্যু হয়েছে। মাহমুদা বেগম উপজেলার হালিমা বাদ গ্রামের সুলতান আহমেদের স্ত্রী।
নওগাঁ : নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে রাহা চৌধুরী (১৫) নামে এক কিশোরী মারা গেছে। সে শহরের ঘোষপাড়া মহল্লার রান্টু চৌধুরীর মেয়ে ও নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে লেখাপড়া করতো।
ফেনী : ফেনীর দাগনভ‚ঁইয়ায় জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল সকালে দাগনভ‚ঁইয়া পৌরশহরের নামার বাজার এলাকার একটি ভাড়া বাসায় তার মৃত্যু হয়। ওই ব্যক্তির গ্রামের বাড়ি একই উপজেলার ৪নং রামনগর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামে।
কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জয়মঙ্গলপুরে করোনা উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে তিন পরিবারকে লকডাউন করা হয়েছে।
ঝিনাইদহ : করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহে এক প্রতিবন্ধী কিশোরের (১৪) মৃত্যু হয়েছে। গত শনিবার গভীর রাতে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। মৃত ওই কিশোরের বাড়ি শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রামে।
ফরিদপুর : শ্বাসকষ্ট নিয়ে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুই নারী। গত শনিবার দুপুর পৌনে ১২টায় মারা যান ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামের এক তরুণী। আর দুপুর ১২টায় মারা যান চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এক গৃহবধূ। হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, তীব্র শ্বাসকষ্টজনিত কারণে মারা যায় ওই দুই নারী।
সিলেট ও হবিগঞ্জ : করোনা উপসর্গ নিয়ে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শনিবার ভোর ৫টায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে।
সাতক্ষীরা : ঢাকার ধামরাই থেকে সর্দি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাড়ি ফেরার কয়েক দিনের মাথায় সাতক্ষীরার কালীগঞ্জের ধলবাড়িয়া গ্রামের এক তরুণ মারা গেছে। শুক্রবার তার অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় শ্যামনগর হাসপাতালে। সেখান থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে আনার পর গভীর রাতে মারা যায় সে।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগে করোনার উপসর্গ নিয়ে শনিবার ভোরে এক নারী মারা গেছে। পরে স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে লাশ শনিবার দুপুরে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।