বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে। ফলে দেশে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে।
গতকাল দুপুরে ময়মনসিংহ নগরীর দলীয় কার্যালয় বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও নির্যাতিত পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়ায় আ’লীগের হামলায় নিহত বিএনপিকর্মী আব্দুর রশিদ ও ২০১৪ সালে ভালুকায় নিহত কৃষকদলের হবিরবাড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং গণআন্দোলনে গফরগাঁওয়ে নিহত মশাখালি ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শামসুল হকের পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন বাবলু ও আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক শামীম আজাদ, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শহিদুল আমিন খসরু উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।