Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে দুস্থদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৮:২৩ পিএম

করোনার মহাদূর্যোগে রাজশাহীর গোদাগাড়ীতে চঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটেলিয়ান ৩০০ গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১২ টায় মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই ত্রাণ বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ ( বিপিএম,জি) প্রধান অতিথি থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ দুস্থদের মাঝে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান খান ( পিএসসি) । এছাড়াও বিজিবির গোদাগাড়ী কোম্পানী কমান্ডারসহ বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটেলিয়ানের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, করোনার মহাবিপদে আমাদের প্রত্যেকের গরীব ও দুস্থদের মাঝে দাঁড়ানোর পাশে দাঁড়ানোর। আমাদের এই ত্রাণ বিতরণ দেখে যাতে অন্যান্যরাও উৎসাহিত হয় তাই এমন আয়োজন করা হয়েছে।
পরে গোদাগাড়ী উপজেলার ৭ জন মাদক ব্যবসায়ী আর মাদক ব্যবসা করবে না মর্মে ৫৩ বিজির অধিনায়ক বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান খানের কাছে আত্নসমর্পন করেন এবং বিজিবি অধিনায়ক তাদের অভিনন্দন জানান



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ