Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে জমির বিরোধের বাড়ী ঘর ভাংচুর

বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৮:০৮ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকেয়াবাড়ী গ্রামে শনিবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে বসত বাড়ীর ঘর ভাংচুর করেছে প্রতিপক্ষ।

উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকেয়াবাড়ী গ্রামের মফিজউদ্দীন বিশ্বাসের ছেলে সোনাউল্লা বিশ্বাস জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে আমার বসত বাড়ী ঘর ভাংচুর করে ব্যাপক ক্ষয় ক্ষতি করেছে একই গ্রামের সুহে বিশ্বাসের ছেলে ইনামূল বিশ্বাস, মুক্তারের ছেলে মিঠু, আব্দল বিশ্বাসের ছেলে শহীদ, নজরুল, মহিদ, নজরুল বিশ্বাসের ছেলে রনি, বনি, হারু বিশ্বাসের ছেলে নিয়ন বিশ্বাস, মাজেদ বিশ্বাসের ছেলে তুহিন, শাহীন, জয়লা বিশাসের ছেলে বাঁশি, মাজেদ ও হারুন, বাঁশি বিশ্বাসের ছেলে জাহিদ, মিলন, ওমর আলীর ছেলে হোসেন, রুহুল, মানিক, হাসান সহ ভারাটিয়া প্রায় শতাধীক লোকজন দেশীয় তৈরী অস্ত্র রামদা, চাপাতী, কুড়াল ও লাঠি নিয়ে আমার নিজ নামীয় জমির উপর আমার বসত বাড়ীতে বে-আইনী ভাবে প্রবেশ করে আমাদেরকে গালী গালাজ করতে থাকে আমরা প্রতিবাদ করলে নতুন টিনের ঘর কুপিয়ে ভাংচুর করে ব্যাপক ক্ষয় ক্ষতি করে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ