Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৬:১৮ পিএম
চাঁদপুর শহরের ঢালীরঘাট ডাকাতিয়া নদীতে ডিঙ্গি নৌকায় শিশু যাত্রী নিয়ে পার হওয়ার সময় বজ্রপাতে আঃ হামিদ শেখ (৬০) নামে  এক মাঝির মৃত্যু হয়েছে।

২৬ এপ্রিল রোববার দুপুরে প্রচন্ড বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে নৌকা থেকে পানিতে ডুবে যান তিনি। পরে চাঁদপুর ফায়ার সার্ভিস (নৌ বিভাগ) এর ডুবুরী আনিছুর রহমান ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

মৃত আ: হামিদ শেখ চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড মধ্য ইচলী গ্রামের মৃত রুস্তম আলী শেখের ছেলে। তিনি নদীতে মৃত্যুবরণ করায় হাসপাতালে আনা হয়নি। পরিবারের লোকজন উদ্ধারের পর নিজ বাড়ীতে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর ফায়ার সার্ভিস নৌ ইউনিটের টীম লিডার মোসলেম মিয়াজী।

স্থানীয়রা জানান, নিহতের খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ এবং দাফনের কাজ সম্পন্ন করবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ