পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
সম্প্রতি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর বোর্ড কক্ষে বাংলাদেশ কমার্স ব্যাকং লিমিটেডের সঙ্গে অনলাইনে ডিপিডিসি’র বিদ্যুৎ বিল আদায়ের চুক্তি স্বাক্ষর হয়। উক্ত চুক্তি স্বাক্ষর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্পাদন করেন মুহাম্মদ মুনির চৌধুরী, সচিব, ডিপিডিসি এবং এসএম জাহাঙ্গীর আখতার, এসইভিপি ও আইটি প্রধান, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. নজরুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, ডিপিডিসি এবং আবু সাদেক মো. সোহেল, প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিপিডিসির নির্বাহী পরিচালক (এডমিন ও এইচআর), আবু তাজ মো. জাকির হোসেন; নির্বাহী পরিচালক (প্রকৌশল), মো. রমিজ উদ্দিন সরকার; নির্বাহী পরিচালক (অপারেশন), এটিএম হারুনুর রশীদ এবং বিসিবিএল এর এসভিপি ও মার্কেটিং প্রধান, নাজমুল করিম সিদ্দিকী; এসভিপি ও ট্রেড প্রধান, আফজাল হোসাইন খান; মো. কামরুজ্জামান আকন্দ, ভিপিসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।