বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের ওসমানীনগরে চতুর্থ দফায় আরও ৫ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলার তাজপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে এই ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এ নিয়ে ৪ ধাপে ওসমানীনগরে মোট ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আজ রববিার (২৬ এপ্রিল) দুপুরে তাজপুর ইউনিয়নের ৩ জন, পশ্চ পৈলপুর ইউনয়নের ১ জন ও বুরুঙ্গা ইউনিয়নের ১ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা বরিশাল, ঢাকা ও হবিগঞ্জ থেকে এলাকায় ফিরেছেন।
তাজপুর ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার গৌরি রানী দেবনাথ বলেন, আজ রবিবার ৫ জনের নমুনা সংগ্রহ কা হয়েছে।
বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(অতিরিক্ত ওসমানীনগর) ডা: এইচ এম শাহরিযার জানান, এর আগে ওসমানীণগর থেকে ১৯, ২০, ও ২৩ এপ্রিল ৩ দফায় ২১ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে তাদের রিপোর্ট এখনো আসেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।