Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নলছিটিতে সামাজিক দূরত্ব বজায় না রাখায় জরিমানা

নলছিটি (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৪:২৭ পিএম | আপডেট : ৪:৩২ পিএম, ২৬ এপ্রিল, ২০২০

মহামারী করোনা ভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় না রাখায় ও মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ঝালকাঠির নলছিটি উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
আজ ২৬ এপ্রিল রোববার দুপুরের দিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ সাখাওয়াত হোসেন এ অর্থদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন এএসআই সুজন হাওলাদার ও ইউএনও অফিসের নাজির নাজিম উদ্দিন প্রমূখ।
মূল্য তালিকা না থাকায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজারে একটি মুদি দোকান থেকে ৫ হাজার ও কুশঙ্গল ইউনিয়নের মানপাশা বাজারে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় না থাকায় একজনকে ২’শ টাকা জরিমানা করেন। এছাড়াও নলছিটি পৌর এলাকার চায়না মাঠে অস্থায়ী বাজার থেকে জাটকা ও পঁচা মাছ জব্দ করেন ভ্রাম্যমান আদালত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ